বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)। শনিবার সন্ধেবেলা হঠাৎ করেই অধিনায়ক পদ ছেড়ে দেওয়ার ঘোষণা করেন বিরাট। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তা নিয়ে প্রতিক্রিয়া দেন গভীর রাতে। প্রায় ১২ ঘণ্টা পরে প্রতিক্রিয়া দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন রোহিত শর্মা।
রোহিত শর্মা ইনস্টাগ্রামে লেখেন, "স্থম্ভিত। কিন্তু ভারত অধিনায়ক হিসেবে ওর সাফল্যের জন্য শুভেচ্ছা। আগামী দিনের জন্য শুভকামনা।" বিরাট শনিবার জানান, তিনি কেপটাউন টেস্টে (Third Test) হারের পর ড্রেসিংরুমে সতীর্থদের একথা জানান। বোর্ড সচিব জয় শাহকে ফোন করেও নিজের সিদ্ধান্ত জানান। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্টে ছিলেন না রোহিত। তাই বিরাটের খবর পেয়ে তিনি অবাক হয়েছেন।
আরও পড়ুন: কোহলির পদত্যাগের 'ব্যক্তিগত সিদ্ধান্ত'কে সম্মান করে বোর্ড, বললেন সৌরভ
এমনিতে বিরাটের মতো সোশাল মিডিয়ায় ততটা সক্রিয় নন রোহিত। বিরাটকে ইনস্টাগ্রাম বা টুইটারে ফলোও করেন না তিনি। কিন্তু সতীর্থের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিরাটকে তাঁর নিজের পোস্টে ট্যাগ করেন রোহিত। আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান তিনি।