ওয়েস্ট ইন্ডিজের (West indies) পর এবার শ্রীলঙ্কা (Sri Lanka)। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের (India) বিজয় রথ ছুটছে। লখনউয়ে (Lucknow) সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতল ৬২ রানে। প্রথমে ইশান-শ্রেয়স, পরে বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে হেলায় হারল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শনিবার ধর্মশালায় সিরিজের দ্বিতীয় ম্যাচ। হিমাচলের পাহাড়ি জনপথ থেকেই সিরিজ সিল করতে চান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।
লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ৮৯ রান ইশানের (Ishan Kishan)। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অবদান ৩২ বলে ৪৪ রান। ২৮ বলে ৫৭ রান করে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় তৈরি করেন শ্রেয়স আইয়ার।
রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সিরিজ হেরে ভারতে এসেছে তারা। এদিন সেই ধকল স্পষ্ট ধরা পড়ল। ১৯৯ তাড়া করতে গিয়ে ৯৭ রানে ৬ উইকেট পড়ে যায় তাদের। শেষ পর্যন্ত চরিত্র আশালঙ্কার ৫৩ রানের সৌজন্যে ১৩৭ রান পর্যন্ত পৌঁচ্ছয় লঙ্কাবাহিনী। ভারতের হয়ে দুটি করে উইকেট ভুবনেশ্বর কুমার (Bhuvaneswar Kumar) এবং ভেঙ্কটেশ্বর আইয়ারের।