একটা সময় মনে হচ্ছিল তাহলে শনিবারের ধর্মশালায় (Dharmasala) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T-20) সিরিজ সিল হচ্ছে না। কারণ, ১২০ বলে ১৮৪ রান তাড়া করতে নেমে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্য়াসোসিয়েশনের (Himachal Pradesh Cricket) মাঠে স্কোর বোর্ডে ভারত (India) ২ উইকেটে ৪৪ রান। দূর এ সব আজগুবি কল্পনা। মেজাজটাই আসল রাজা। আর ভারতের সবচেয়ে উচু স্টেডিয়ামে রাজার মতোই ব্য়াট করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শাহরুখ খান (Sharuk Khan) এই ম্যাচ দেখেছেন কী ? জানা নেই। তবে দেখলে নিশ্চয়ই একবার ভাবতেন। না, ১২ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Night Riders) নিয়ে তিনি কোনও ভুল করেননি। কারণ, তাঁর ৪৪ বলে অপরাজিত ৭৪ রানেই শ্রীলঙ্কা শেষ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত খেলা শেষ করল ১৭ বল আগে। এবং সাত উইকেট হাতে রেখে। শ্রেয়স সংহারে দোসর হলেন রবীন্দ্র জাডেদা (Ravindra Jadeja) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই জোড়া ফলায় দিকভ্রষ্ট শ্রীলঙ্কা।
এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। এই ম্যাচেও নিয়মিত ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। তবুও পাথুম নিশাঙ্কার ৭৫ রান ও লঙ্কার অধিনায়ক দাসুন সানাকার দ্রুত ৪৭ রান লঙ্কার স্কোরকে ভদ্রস্থ করে। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৩ রান করে তারা।
রান তাড়ায় এখন সবাইকে পিছনে ফেলে দিয়েছে ভারত। এই ম্যাচেও তার ব্যতিক্রম হল না। শ্রেয়স সংহারে ঘরের মাঠে পর পর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেইসঙ্গে আরও একটা রেকর্ডের খুব কাছে এল টিম ইন্ডিয়া। গত নভেম্বর মাস থেকে তারা টানা ১১ ম্যাচে অপরাজিত রইল ভারতীয় ক্রিকেট। সামনে শুধু আফগানিস্তান। সেটাও হয়তো ছুঁয়ে ফেলা যাবে এই ধর্মশালাতেই। অপেক্ষা শুধু এখন সময়ের।