আইডেন মারক্রমের সেঞ্চুরি। তারপরেও কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় ভারতের। মারক্রমকে ফেরানোর পর অধিনায়ক রোহিত শর্মার সেলিব্রেশনই সব বলে দিয়েছে। তাঁর শরীরী ভাষা দেখে আন্দাজ করা যায়, প্রথম টেস্ট হেরে কতটা জয়ের জন্য মরিয়া হয়ে ছিলেন তিনি।
সেঞ্চুরিয়ন টেস্টে ৩২ রান ও ইনিংসে হারের পর কেপটাউনে বুধবার থেকে শুরু হয় দ্বিতীয় টেস্ট। মাত্র দুদিনে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। ৭১ রানে থাকাকালীন তাঁর ক্যাচ মিস করেন কে এল রাহুল। এরপরই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান তিনি। তবু ১৭৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়াসরা। সিরাজে ডেলিভারিতে মারক্রম ফিরতেই উচ্ছ্বাস অধিনায়ক রোহিত শর্মার।