১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম টেস্ট ম্যাচ জিতল। পাঁচদিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল মাত্র দেড় দিনে। স্কোর বোর্ডে ম্যাচ হল মাত্র ১০৭ ওভার। এর আগে দ্রুততম টেস্ট জয়ের নজির ছিল ১০৯ ওভারে। সাত উইকেটে দ্রুততম এই টেস্ট ম্যাচ জিতল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। কেপটাউন টেস্ট জিততে ভারতের প্রয়োজন ছিল ৭৯ রান। এই ম্যাচেই শেষ হল দক্ষিণ আফ্রিকার ডিন এলগারের টেস্ট কেরিয়ার।
তিন উইকেটে ৬২ রান। এখান থেকেই দ্বিতীয় দিন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার। নিউল্যান্ডের যে পিচে সবাই কার্যত তুরকি নাচন নাচলেন, সেখানে শতরান করে আউট হলেন মার্কাম। ১০৩ বলে তাঁর ১০৬ রানের ইনিংস দ্বিতীয় টেস্ট লিড দিল প্রোটিয়া বাহিনীকে। তাঁর আউটের পরেই কার্যত ধসে যায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে বুমরার প্রাপ্তি ৬১ রান দিয়ে ছয় উইকেট। ৫৬ রান দিয়ে দুটি উইকেট মুকেশ কুমারের। এই প্রথম বিদেশের মাটিতে কোনও টেস্ট বল করতে হয়নি ভারতের কোনও স্পিনারকে।
এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।