মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে।
সম্প্রতি রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ বাউচার একটি সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকারের কমেন্ট বক্সেই কমেন্ট করেছেন রীতিকা। তাঁর কমেন্ট অনুযায়ী, 'বাউচারের কথায় অনেক কিছুই ভুল রয়েছে।'
আরও পড়ুন - টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, ছিনতাই ফোন
কী বলেছেন বাউচার?
বাউচারের কথায়, ' এটি ক্রিকেটীয় সিদ্ধান্ত। হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা পরিবর্তনের সময়। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক এবং নিজের সেরাটা দিক।'