রবিবার এশিয়া কাপে মেগা লড়াই। দুবাইয়ে বহু প্রতীক্ষিত ম্যাচে নামছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের শুরুতেই চির প্রতিপক্ষ পাকিস্তান। রোহিতদের সেলিব্রেশন দেখার জন্য নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ধারেভারে এবার অনেকটাই এগিয়ে পাকিস্তান। অধিনায়ক হওয়ার পর প্রথম পাকিস্তান ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এরকম বড় ম্যাচে চাপ থাকবেই। নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি টিম ইন্ডিয়া।
সুপার সানডের হাইভোল্টেজ ম্যাচ। বাবর আজমের নতুন পাকিস্তানের কাছে গত T20 বিশ্বকাপে হারতে হয় টিম ইন্ডিয়াকে। এক বছরে কতটা বদলছে দল! প্রশ্ন আসে রোহিতের কাছে। সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, "অবশ্যই টিম ইনেকটাই বদলেছে। যা যা ভুল হচ্ছিল, তা চিহ্নিত করা গিয়েছে। সেই সময় হার অবশ্যই যন্ত্রণাদায়ক ছিল। কিন্তু ওই ম্যাচের পর অনেকদিন কেটে গিয়েছে। এবার আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসে গিয়েছে।"
আরও পড়ুন: যুবভারতীতে মহারণ, ইস্টবেঙ্গলকে হারাতে তৈরি সবুজ-মেরুন, জানালেন কোচ ফেরান্দো
এবার পাকিস্তান টিম অনেক বেশি শক্তিশালী। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফাখর জামানের মতো ব্যাটসম্যান আছে। আছেন শাদাব খানের মতো অলরাউন্ডার। স্বস্তি, এবার এশিয়া কাপে পাক দলে তেমন কোনও বড় পেসারের নাম নেই। ভারতের বিরুদ্ধে তরুণ পেসারদের দিকেই তাকিয়ে পাকিস্তান। তবে এই ম্যাচ থেকেই তারকা তৈরি হয়। পাকিস্তানের হয়ে রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারেন ১৯ বছরের পেসার নাসিম শাহ। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন শাহনাজ দাহানিও।