২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় লেগেছে। দীর্ঘ প্রায় ১ মাস পর সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে সোমবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে রোহিত বলেন, ওই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে। তবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা দরকার।
রোহিত শর্মা বলেন, "আমরা যেভাবে খেলেছিলাম তাতে আমরা আরও ভালো ফল করার আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশতঃ আমরা তা পারিনি। সবাই দেখেছে আমরা কীভাবে ১০টা ম্যাচ খেলেছি। কয়েকটা বিষয় আমরা ভালো করতে পারিনি, সেকারণে ফাইনালে হেরেছি। আমাদের জীবনে, ক্রিকেটে এমন কিছু ঘটে যা হয়তো সত্যি আমাদের মেনে নেওয়া কঠিন। এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে অনেকটাই সময় লেগেছে। কিন্তু আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে।"
এদিনের সাংবাদিক বৈঠকে ২০২৪ এর T20 বিশ্বকাপ নিয়ে খুব একটা মন্তব্য করেননি। এনিয়ে একাধিক প্রশ্ন করা হলেও এড়িয়ে গিয়েছেন তিনি।