অধিনায়কত্ব নিয়ে তিনি যা শিখছেন, সবটাই বিরাটকে দেখে। নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে এটাই উপলব্ধি ভারত অধিনায়ক রোহিত শর্মার। ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, যখন সাধারণ ক্রিকেটার হিসাবে কোহলির নেতৃত্ব খেলতেন, সেই সময় থেকেই শিখেছেন। কী করছেন বিরাট, নজর রাখার চেষ্টা করতেন। উইকেট না পেলেও কোহলি হতাশ হতেন না বলেই দাবি রোহিতের। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিলেন রোহিত। ব্যাটে এবং ম্যাচে সফল হিট-ম্যান।
দুর্দান্ত পারফরমেন্সের পর রোহিত জানিয়েছেন, ভারতীয় দলের স্পিন বিভাগ বেশ ভাল। তবে, পেসারদের জন্যও নাগপুরের এই পিচ একটি টার্নিং পয়েন্ট ছিল। দলের সবাইকে ফুটওয়াক ঠিক রাখার পরামর্শ দেন তিনি।
তাঁর কথায়, ব্যাটিংয়ের ক্ষেত্রে সঠিক বলের জন্য অপেক্ষা করতে হয়েছে। বিপক্ষের বোলারদের চাপে রাখতে পেরেছিল টিম। নাগপুরে প্রথম টেস্ট জয়ের পর জয়ের মন্ত্র জানালেন অধিনায়ক রোহিত।