অধিনায়ক রোহিত শর্মা ব্য়াটে জিতে নাগপুরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত। তবে আর কয়েকদিন পর বিশ্বকাপ শুরুর আগে রাহুল দ্রাবিড়কে উদ্বেগে রাখল সেই বিরাট কোহলির ফর্ম। বৃষ্টি বিঘ্নিত আট ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ৯০ তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত চার উইকেট হারিয়ে চার বল বাকি থাকতেই ম্যাচ জেতে। শেষ ওভারে পর পর ছয় এবং চার মেরে ভারতকে জেতালেন দীনেশ কার্তিক।
বৃষ্টির কারণে দফায় দফায় মাঠ দেখেন আম্পায়ররা। তৃতীয় বার পরিদর্শনের পর তাঁরা ঠিক করেন, এ বার ম্যাচ শুরু করা যেতে পারে। তবে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ায় পুরো ম্যাচ করা কখনওই সম্ভব ছিল না। ঠিক হয়, আট ওভারের ম্যাচ হবে। দু’ওভার পাওয়ার প্লে। এক জন বোলার সর্বোচ্চ দু’ওভার বল করতে পারবেন।
এই ম্য়াচেও ভারতীয়দের ফিল্ডিং সেই একই জায়গায় দাঁড়িয়ে ছিল। তবে তার থেকেও বড় চিন্তা হয়ে যাচ্ছে বিরাটের ব্যাটে রান খরা। এই ম্যাচেও রান পেলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম শতরান করেছিলেন। তারপর থেকে সেই অফ ফর্মের সরণিকে কোহলি। চোট সারিয়ে মাঠে ফিরে বিশ্বকাপের আগে রোহিতকে স্বস্তি দিলেন বুমরা।