দুনিত ওয়ালালেগের স্পিন রহস্যে হঠাৎ করেই কেঁপে গেল ভারতীয় টপ অর্ডার। পাকিস্তানকে ২২৮ রানের হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে নেমেছে ভারত। কিন্তু শ্রীলঙ্কার কুড়ি বছরের এই রহস্য স্পিনারের কাছে নতিস্বীকার শুভমন গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মার।
এই প্রথম বিরাটকে হতাশ করল প্রেমাদাসা। সোমবারের ১২২ রানের পর এই ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু ওয়ালালেগের ফ্লিপারে বোকা বনে গেলেন কিং কোহলি। এমনকী ওয়ালেগেকে বুঝতে পারলেন না রোহিত এবং শুভমনও। এই ম্যাচে ৫৩ রান করে আউট রোহিত।
আরও পড়ুন : রোহিতের ছক্কা, একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ 'হিটম্যান'-এর
এদিন টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। সন্ধ্যায় প্রেমাদাসায় বল ঘুরতে পারে। এই ধারনা থেকেই দলে অতিরিক্ত স্পিনার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। কিন্তু বিকেল থেকেই এই বাইশ গজে বল ঘুরিয়ে দিলেন রহস্য স্পিনার ওয়ালালেগে।