ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। CR7-কে বিক্রি করা যাবে না। এমনই জানিয়ে দিলেন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ। আগামী ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে নামছে ম্যান ইউ (Manchester United)।
গত সপ্তাহে পারিবারিক কারণে দলের অনুশীলনে যোগ দিতে পারেননি রোনাল্ডো। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউর ব্যর্থতার পর ক্লাব ছাড়তে চলেছেন রোনাল্ডো। কিন্তু মঙ্গলবার প্রাক মরশুম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে নামার আগে কোচ এরিক টেন হ্যাগ বলেন, "আমি সবই পড়েছি। আমার মতে, রোনাল্ডোকে বিক্রি করা সম্ভব নয়। ও দলের পরিকল্পনার অংশ। দল হিসেবে একসঙ্গে সফল হব।"
আরও পড়ুন: মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ, রোহিতের সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান
ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু টিমই রোনাল্ডোকে নেওয়ার জন্য মুখিয়ে আছে। যদি ডাচ কোচ টেন হ্যাগের দাবি, রোনাল্ডোর সঙ্গে এই বিষয় নিয়ে তাঁর বেশ ভাল ভাবে কথা হয়েছে। কিন্তু কী বলেছেন রোনাল্ডো, তা জানাননি কোচ। টেন হ্যাগ জানান, এটা তাঁদের ব্যক্তিগত আলোচনা। প্রকাশ্যে আনতে চান না তিনি।