ভারতের (Team India) বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৭ উইকেটে জয় ইংল্যান্ডের (England)। জোড়া সেঞ্চুরি জনি বেয়ারস্টো (Johny Bairstow) ও জো রুটের (Joe Root)। এজবাস্টন টেস্ট জিতে সিরিজ বাঁচাল ইংল্যান্ড। দুই ইনিংসে সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো।
ভারতের ৩৭৮ রান তাড়া করতে নেমে খেলা শেষ করে আসেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট ও জনি বেয়ারস্টো। ১৪২ রান আসে রুটের ব্যাট থেকে। ১১৪ রান করেন জনি বেয়ারস্টো। ৭৬.৪ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ। ভারতের হয়ে মাত্র ২টি উইকেট নেন অধিনায়ক জসপ্রীত বুমরা।
২০২১ সালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যায় টিম ইন্ডিয়া। কোভিডের জন্য বাতিল হয়ে যায় শেষ টেস্ট। ২-১ ব্যবধানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। এজবাস্টনের টেস্ট জিতে সিরিজ ড্র করল বেন স্টোকসের ইংল্যান্ড।
আরও পড়ুন: জো-জনির ১৫০ রানের পার্টনারশিপ, এজবাস্টনে সিরিজ বাঁচানোর স্বপ্ন ইংল্যান্ডের
এই নিয়ে চারবার চতুর্থ ইনিংসে ২৫০ রান বা তার বেশি তাড়া করে জয়ী ইংল্যান্ড। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে তিনবার রান তাড়া করে জয় পায় ইংল্যান্ড।