পাঞ্জাবের কণিকাই মেয়েদের আইপিএলে স্মৃতির বেঙ্গালুরুর তুরুপের তাস হয়ে গেলেন। তারকাদের মাঝে ২০ বছরের এই মেয়েটার ব্যাটেই প্রথম পয়েন্ট পেল রয়্যাল চ্যালেঞ্জার্স। উত্তরপ্রদেশকে পাঁচ উইকেটে হারিয়ে খাতা খুলল দক্ষিণের এই দল। প্রথমে ব্যাট করে ১৩৫ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। কণিকার ৩০ বলে ৪৬ রানের সৌজন্যে মেয়েদের আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। আগেই শেষ হয়ে গিয়েছে ফাইনালে ওঠার স্বপ্ন। তবু উত্তরপ্রদেশকে হারিয়ে খাতা খুললেন স্মৃতি মান্ধানারা।
টানা পাঁচ ম্যাচ হেরে বুধবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল বেঙ্গালুরু। এই ম্যাচেও বল হাতে ওয়ারিয়ার্সের ইনিংস একাই ধসিয়ে দেন বেঙ্গালুরুর বিশ্বচ্যাম্পিয়ন এলিস পেরি। এই অজি ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাচে দুটি করে উইকেট সোফি ডিভাইন এবং শোভনা আশার। উত্তরপ্রদেশের বোর্ডে উজ্জ্বল গ্রেস হ্যারিসের ৪৬ রান।
রান তাড়া করতে নেমে এদিনও ধাক্কা। ৪৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্মৃতির দল। অধিনায়ক নিজে আউট হন শূন্য রান করে। প্রথমে নাইট ও পরে রিচা ঘোষকে নিয়ে ইনিংস টানেন কণিকা। তিনি আউট হতে, ম্যাচ ফিনিশ করেন বাংলার রিচা। এই ম্যাচে তিনি অপরাজিত ৩২ বলে ৩১ রান করে।