রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ম্যাচে কলকাতার সঙ্গে খেলে ইডেন গার্ডেনে জয় পেয়েছে রাজস্থান। অন্যদিকে, শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ময়দানে নেমে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে, রবিবার দু'দলেরি লক্ষ্য ম্যাচ জিতে প্লেঅফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার।
গত ১০ টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেখানে মাত্র ৩টি ম্যাচ জিতেছে রাজস্থান। যদিও শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে জয় নিয়ে বেশ খানিকটা আত্মবিশ্বাসী টিম রাজস্থান