আর দুদিন পর দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। এদিকে পদকের জন্য হাংঝৌতে থাকবেন রুতুরাজ গাইকোয়াড়রা। এশিয়ান গেমসে নেপালকে ২৩ রানে হারানোর পর শেষ চারে চলে গেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ড্রেসিরুমের খবর কী, জানালেন রুতুরাজ।
রুতুরাজ বলেন, "আমরা সবাই টিম ইন্ডিয়ার জন্য খেলি। আমরা আশা করি, ভারত সেরা লড়াই করবে। বর্তমানে টিমের প্রত্যেকেই ভাল ফর্মে আছেন। টিমের কম্বিনেশন ভাল আছে। সেই অনুযায়ী এগোবে টিম ইন্ডিয়া।"
আরও পড়ুন: এশিয়ান গেমসে বড় জয় মেয়েদের হকি টিমের, হংকংকে ১৩-০ গোলে হারাল ভারত