অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং ভারতের দুই ওপেনার রুতুরাজ গাইকোয়াড় ও শুভমান গিলের। মোহালির উইকেটে ভারতকে ২৭৭ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ২১ ওভারে প্রথম উইকেট পতন ভারতের। ৭১ রান করে ফিরলেন রুতুরাজ। ৬৯ রানে অপরাজিত শুভমান গিল। ২১.৪ ওভারে ভারতের রান ১ উইকেটে ১৪২।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কে এল রাহুল। প্রথমেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন মহম্মদ শামি। যদিও ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠে। একাধিক রান আউট মিস করেন অধিনায়ক নিজেই। মহম্মদ শামি একাই ৫ উইকেট নেন।
ব্যাট করতে নেমে দারুণ ওপেনিং পার্টনারশিপ ভারতের। শুভমান ও রুতুরাজের পারফরম্যান্সে স্বস্তি পেলেন কোচ রাহুল দ্রাবিড়।