দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গাইকোয়াড়। সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ, কোনও টেস্টেই তিনি থাকবেন না। তৃতীয় ওয়ানডে ম্যাচেও আঙুলের চোটের জন্য নামতে পারেননি তিনি।
ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তাড়াতাড়ি চোট সারিয়ে ফিরতে পারবেন না রুতুরাজ। তাই তাঁকে রিলিজ করেছে বিসিসিআই। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ভাল পারফরম্যান্স করেছেন সাই সুদর্শন। তাঁকেও টেস্ট দলে ডাকা হতে পারে। ব্য়াক আপ হিসেবে দলের সঙ্গে আছেন যশস্বী জয়সওয়ালও।