দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। ছিনতাই হয়ে গেল তাঁর মূল্যবান জিনিসপত্র। জানা গিয়েছে সোমবার জোহানেসবার্গে অলরাউন্ডারের জিনিসপত্র ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েনটি লিগে পার্ল রয়্যালস দলের জার্সিতে খেলেন এই ২৮ বছর বয়সি অলরাউন্ডার। সে দেশে পৌঁছে বিখ্যাত হোটেল স্যান্ডটন সানে ছিলেন তিনি। এই হোটেলের বাইরেই কয়েকজন দুষ্কৃতি বন্দুক নিয়ে তাঁকে আক্রমণ করেন। ফোন, ব্যক্তিগত জিনিসপত্র এবং তাঁর একটি ব্যগ কেড়ে নেওয়া হয়। তার মধ্যে একটি ব্যাগও ছিল।
আরও পড়ুন - সিরিজের মাঝপথেই ভারত ছাড়ছে ইংল্যান্ড, কোথায় যাচ্ছেন স্টোকসরা ?
এসএ টি২০ আয়োজক এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। তাঁদের তরফে জানানো হয়েছে, অ্যালেনের কোনও ক্ষতি হয়নি। তিনি ভাল আছেন। যদিও পার্ল রয়্যালস দল এমন কোনও ঘটনার কথা স্বীকার করেনি।