এ যেন মায়ার মতো। জীবনের শেষ টেস্ট জিতেই মাঠ ছাড়লেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। সোমবার ওভালে অ্যাশেজের (Ashes 2023) শেষ টেস্টে ইংল্যান্ড (England) জিতল ৪৯ রানে। তৃতীয় দিনের মাথায় নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ব্রড। আর শেষ দিনে তাঁকে অবসরের সেরা উপহার তুলে দিলেন ক্রিস ওকস, বেন স্টোকসরা (Ben Stokes)।
অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া (Australia)। কিন্তু পিছিয়ে থেকে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড। আর ওভালে ইংরেজরা জিততেই অবসর শুভেচ্ছায় ভাসলেন ব্রড। সচিন থেকে বাবর আজম। ইয়ান বথাম থেকে রশিদ খান -- সবার শুভেচ্ছাতেই ব্রডকে ভাল থাকার বার্তা। ওভাল জিতে ব্রড জানিয়েছেন, এটাই হল টেস্ট ম্যাচ। যা মঙ্গলবার থেকে তিনি মিশ করবেন।
আরও পড়ুন : চোট সারিয়ে অধিনায়ক হিসেবেই আয়ারল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরা
অস্ট্রেলিয়া জিততে পারত। এমন ধারনা বদলে গেল স্টিভ স্মিথ আউট হতে। এই ম্যাচে চার উইকেট নিয়ে অজি ব্যাটিংকে একাই ধসিয়ে দিলেন ওকস। ৩৮৪ রান তাড়া করতে নেমে, অস্ট্রেলিয়া অল-আউট হয়ে গেল ৩৩৪ রানে। ৪৯ রান দূরেই অজিদের স্বপ্ন থামল ব্রডের মায়াবী টেস্টে।