ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত ১৫ বছরে যা হয়নি, তা এবার হচ্ছে। কেন পর পর পাঁচটি ম্যাচে হার, তা কারণ জানতে শনিবার জরুরি বৈঠকে বসছেন টিমের কর্তারা। সূত্রের খবর, ওই বৈঠকে ডাকা হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। সিনিয়র ক্রিকেটার হিসাবে বৈঠকে থাকবেন কায়রন পোর্লাডও। সূত্রের খবর, কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলবেন মুম্বইয়ের মেন্টর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সব সাপোর্ট স্টাফকে ওই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মায়াঙ্ক ও শিখরের বড় ইনিংস, স্মিথের ৪ উইকেট, মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারাল পঞ্জাব কিংস
বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হারতে রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন। যদিও এই ইস্যুতে রোহিতের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ গ্রেম স্মিথ। তিনি জানিয়েছেন, 'আইপিএল হল প্রথম টুর্নামেন্ট, যেখানে আমরা প্রথম রোহিতকে অধিনায়ক হিসাবে দেখতে পাই। আমার মনে হয়, ভারতের অধিনায়ক হওয়ার চাপ রোহিতের মাথার উপর ঘুরছে।'
স্মিথের দাবি, 'রোহিতের ব্যাটে রান এলেই, মুম্বই জিততে শুরু করবে। সেই দিনটার অপেক্ষায় আমাদের থাকতে হবে।' আইপিএলে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। তাদের হতশ্রী দশা দেখে অবাক সুনীল গাভাসকরের মতো প্রাক্তনরা। মুম্বই দলের কেন এই দশা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাভাসকরও। আগামী ১৬ তারিখ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মুম্বই।