পঞ্চম দফার নির্বাচনে সোমবার মুম্বইয়ে ভোট দিলেন সচিন তেন্ডুলকর। সচিনের সঙ্গে দেখা যায় ছেলে অর্জুনকেও। ভোট দিতে আসেন সচিনের স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা তেন্ডুলকরও। ওরলি সি ফেস এলাকার বিএমসি স্কুলে ভোট দিতে যান তাঁরা। এদিন মুম্বইয়ে ভোট দিতে দেখা যায় ক্রিকেটার অজিঙ্কা রাহানেকেও।
এবার নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' সচিন তেন্ডুলকর। ভোটদান নিয়ে সচেতন করে ভোটারদের আবেদনও করেন। ভোটদান করার পর সচিন বলেন, "আমি নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন। ভোট সচেতনতা নিয়ে প্রচারও করেছিলাম। আজ ভোট দিতে পেরে গর্বিত। সমস্যা দুটি কারণে হয়। এক না ভাবার কারণে সমস্যা হয়। অন্য সমস্যা হয়, ভেবেও কাজ না করার জন্য। সবার কাছে ভোট দেওয়ার আবেদন করছি। ভোটদান দেশের ভবিষ্যেতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। "