শেন ওয়ার্নের প্রয়াণে (Shane Warne Passes Away) শোকজ্ঞাপন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। মাঠের লড়াইয়ে একে অন্যকে টেক্কা দিয়েছেন, আবার কখনও পরাজিত হয়েছেন। কিন্তু দুই ক্রিকেটারের পারষ্পরিক শ্রদ্ধা ছিল ক্রিকেট স্পিরিটের অনন্য উদাহরণ। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ (IND vs AUS) মানেই এক সময় হয়ে উঠেছিল সচিন বনাম ওয়ার্ন (Sachin vs Warne)। বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন মাস্টার ব্লাস্টার।
মাত্র ৫২ বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে চিরবিদায় নিয়েছেন স্পিন কিংবদন্তী (Aussie Spin Legend)। প্রতিক্রিয়া দিতে অনেকটাই সময় নেন সচিন। তারপর টুইটারে লেখেন, "বিষ্মিত, হতবাক, দুঃখজনক...।" তারপরের লাইনে সচিন লেখেন, "ওয়ার্নি তোমাকে মিস করব। তোমার সঙ্গে কোনও মুহূর্ত ভোলার নয়। মাঠে অথবা মাঠের বাইরে। আমাদের মাঠের ডুয়েল আর মাঠের বাইরে আড্ডা সম্পদ হয়ে থাকবে। তুমি ভারতের (India) কাছে সব সময় স্পেশাল। ভারতীয়দের কাছেও তোমার বিশেষ জায়গা আছে।"
আরও পড়ুন: শেন ওয়ার্নের আকষ্মিক প্রয়াণ মানতে পারছে না রাজস্থান রয়্যালস, কিংবদন্তিকে শ্রদ্ধা বিসিসিআইয়ের
ক্রিকেটবিশ্বে সচিনের সঙ্গে ওয়ার্নের ডুয়েল বিশ্ববন্দিত। ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে (1999 Chennai Test) ওয়ার্নের বিরুদ্ধে জ্বলে উঠেছিল সচিনের ব্যাট। প্রথম ইনিংসে ৪ রানে আউট হন সচিন। দ্বিতীয় ইনিংসে ১৫৫ রান করেন সচিন। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ভারত ১৭৯ রানে জয় পায়। সেবারই কানপুর ওয়ানডে ম্যাচে ফের মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সচিন সেঞ্চুরি পেলেও ওয়ার্নের ডেলিভারিতেই আউট হয়ে ফেরেন। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে এই ভারত সফরের হারের বদলা নেন একা ওয়ার্ন। দুটি টেস্টেই হারে ভারত।