এই বছর প্রথম আমেরিকায় বসেছে T20 বিশ্বকাপের আসর। মার্কিন মুলুকে ক্রিকেট জনপ্রিয় হওয়ার প্রথম ধাপ বলা যেতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমেরিকায় সচিন তেন্ডুলকর। আমেরিকার জনপ্রিয় খেলা বেসবল ব্যাট হাতেই দেখা গেল মাস্টার ব্লাস্টার।
রবিবার ম্যাচের আগে সচিনকে দেখা যায় বেসবল ব্যাট হাতে। বল করছিলেন রবি শাস্ত্রী। মার্কিন জনতার সামনে বেসবল ব্যাট হাতে ছক্কা হাঁকালেন সচিন। আইসিসি ওই ভিডিয়োটি শেয়ার করেছে। মুহূর্তে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিউ ইয়র্কে যেন চাঁদের হাট। রয়েছেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু জানা যায়, আসবেন না মাহি।