ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকরের ২২ ফুটের মূর্তি। ম্যাচের আগের দিনই ওই মূর্তি উদ্বোধন হয়। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ওই মূর্তি নিয়ে আবেগঘন পোস্ট করলেন খোদ ক্রিকেট ঈশ্বর।
তিনটি ছবি শেয়ার করেন এক্স প্ল্যাটফর্মে সচিন লেখেন, এই ছবিটা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। ১৯৮৭ সালে বল বয় থেকে ২০১১ বিশ্বকাপ। বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ওয়াংখেড়ের নর্থস্ট্যান্ড গ্যাংয়ের স্লোগান নিয়েও লেখেন সচিন।
এক্স প্ল্যাটফর্মে সচিন এই স্ট্যাচু উৎসর্গ করেন, তাঁর সব নন-স্ট্রাইকার, ক্রিকেট হিরো, সতীর্থ, প্রত্যেক সদস্যদের, যারা প্রত্যেক মুহূর্তে সাহায্য করেন। সচিন লেখেন, ওয়াংখেড়ে ও ক্রিকেট, তোমরা অত্যন্ত সদয়।