সচিন তেন্ডুলকর নট আউট ৫০। বাস্তবের স্কোরবোর্ডে এই রানটাই হতে চলেছে এই বছরের এপ্রিল মাসে। ২৪ এপ্রিল জীবনের বাইশ গজে হাফ সেঞ্চুরি ছোঁবেন মাস্টার ব্লাস্টার। আর তাঁকে সম্মান জানতে এক অভিনব পরিকল্পনা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সামনে বসানো হবে সচিনের ব্রোঞ্জের মূর্তি। ঠিক যেমন সিডনিতে বসানো আছে স্যর ডনের মূর্তি। ২০১৩ সালে এই ওয়াংখেড়েতে শেষ টেস্ট খেলছিলেন সচিন। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রধানমন্ত্রীর নামে এই দেশে ক্রিকেটের স্টেডিয়াম আছে। কিন্তু কোনও ক্রিকেটারের মূর্তি স্টেডিয়ামের সামনে নেই। এই ভাবনা থেকেই মুম্বইয়ের ক্রিকেট কর্তারা ওয়াংখেড়ের সামনে সচিনের মূর্তি বসানোর পরিকল্পনা করেছেন। এই বছর অক্টোবর-নভেম্বর মাসে হবে ভারতের মাটিতে বিশ্বকাপ। ওই সময় সচিনের মূর্তির উন্মোচন হতে পারে বলেও জানা গিয়েছে।
ক্রিকেটকে গুডবাই জানানোর আগেই অবশ্য ওয়াংখেড়েতে বসে গিয়েছিল সচিন তেন্ডুলকর স্ট্যান্ড। সচিনই প্রথম ক্রিকেটার, যিনি অবসর নেওয়ার আগেই তাঁর নামে স্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছিল।