এই স্টেডিয়ামে রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। ২০১১ তে এই স্টেডিয়ামেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার মুম্বইয়ের বিখ্যাত সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই উন্মোচিত হতে চলছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মূ্র্তি। ভারত-শ্রীলঙ্কার সেই ম্যাচের আগের দিন অর্থাৎ ১ নভেম্বর ওই মূর্তির উন্মোচন করা হবে ।
ইতিমধ্যেই তেন্ডুলকরের নামাঙ্কিত একটি স্ট্যান্ড রয়েছে ওই স্টেডিয়ামে। ওই স্ট্যান্ডের পাশেই থাকবে মাস্টার ব্লাস্টারের প্রমাণ মাপের মূর্তিটি ৷ এই মূর্তি উন্মোচনের উপস্থিত থাকবেম খোদ সচিন । এছাড়াও উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। থাকবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও।
আরও পড়ুন - ফের এশিয়ার মাটিতে বিশ্বকাপ, ২০৩৬ সালের আয়োজক সৌদি আরব
এই বছরই ৫০-এ পা রেখেছেন সচিন। তাঁর এই মূর্তিটি তৈরি করেছেন আমেদনগরের এক ভাস্কর প্রমোদ কাম্বলে। এছাড়াও বিশ্বকাপের এই মাঠে মহেন্দ্র সিং ধোনির শেষ ছয় মারার সময়, বল যেখানে গিয়ে পড়েছিল, সেই স্থানে দুটি আসন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। সেই দুটি বিশেষ আসনও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।