গোয়ায় 'দিল চাহতা হ্যায়' মোমেন্ট। ক্যাপশন লিখে অনুরাগীদের মন জিতে নিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সচিন। সেই ছবিতে দেখা যায় অনিল কুম্বলে ও যুবরাজ সিংকে। সেই ছবির নিচেই এমন ক্যাপশন লেখেন সচিন।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন মাস্টার ব্লাস্টার। সেখানেই আমির খানের ছবির নাম উল্লেখ করেন সচিন। আমির খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান ও অক্ষয় খান্না। অনুরাগীরা জানতে চান, ছবির চরিত্র আকাশ, সমীর ও সিড কে কে!
আরও পড়ুন: যুবভারতীতে প্লে-অফে নামছে এটিকে মোহনবাগান, ঘরের মাঠে প্রতিপক্ষ ওড়িশা এফসি
মার্চেই শুরু হচ্ছে আইপিএল। কুম্বলে আইপিএলে পঞ্জাব কিংস দলের দায়িত্বে আছেন। কিন্তু সচিন ও যুবরাজ আইপিএলের সঙ্গে যুক্ত নেই। তিন ক্রিকেটারকে একসঙ্গে গোয়াতে দেখা গিয়েছিল।