ঘরোয়া ক্রিকেট নিয়ে বোর্ডের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। রঞ্জি ট্রফি খেললে জাতীয় দলের ক্রিকেটাররা উপকৃত হবেন। এমনই মনে করেন সচিন।
গত মাসে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বোর্ড জানিয়েছে, জাতীয় দলের খেলা বা চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। কোনও কারণ দেখিয়ে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাওয়া যাবে না। ক্রিকেটারদের উপর নজর রাখবে বোর্ড।
সচিন বোর্ডের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, "ভারতীয় দলের ক্রিকেটাররা রঞ্জি খেললে খেলার মান বৃদ্ধি পায়। নতুন প্রতিভাদের চিহ্নিত করা যায়। পাশাপাশি উপকৃত হয় জাতীয় ক্রিকেট টিমও। ক্রিকেটের আরও মৌলিক বিষয়গুলো আরও ভাল করে রপ্ত করতে পারে তাঁরা।"
সচিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, "সেরা ক্রিকেটাররা রাজ্য দলের হয়ে খেললে ক্রিকেটপ্রেমীরা উৎসাহিত হবে। বোর্ড ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়। এটা ইতিবাচক।"