একটা অধিনায়ক বদল। তার জেরে মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরে নাকি ঝড় বয়ে যাচ্ছে। রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবার নাকি মানতে পারেননি স্বয়ং দলের মেন্টর সচিন তেন্ডুলকর। তিনিও নাকি এবার নিজের পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। বিভিন্ন সোশাল মিডিয়ায় এই দাবি করা হচ্ছে। তার পাল্টায় সোশাল মিডিয়াতেই লেখা হয়েছে এই খবর ভুয়ো। এরমধ্যেই মুখে কুপুল মুম্বইয়ের।
গত শুক্রবার অধিনায়ক হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। তারপর থেকেই ফুটছে মুম্বইয়ের ক্রিকেট। একধাক্কায় তাদের সমাজ মাধ্যমে চার লক্ষ ভক্ত কমে গিয়েছে। জার্সি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা। এরমধ্যেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে এমআই ম্যানেজমেন্ট।
ব্যাট ধরতে মাঠে নেমেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রোহিতকে সুপারস্টার বলে দাবি করে, এক্স হ্যান্ডেলে হার্দিকের বার্তা সময়ের বদলকে স্বীকার করতে হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রোহিতের তৈরি ভিতের উপরেই তিনি কাজ করবেন। তৈরি করবেন নতুন প্রজন্মের সুপারস্টারদের।