ইঙ্গিত ছিল অভিষেকে। কিন্তু হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যচে বেঞ্চেই থাকতে হল রিঙ্কু সিংকে। ওন্ডারার্সে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হল সাই সুদর্শনের। শনিবার ম্যাচের আগে ভারত অধিনায়ক কেএল রাহুল জানিয়েছিলেন, মিডল অর্ডারে রিঙ্কুর মতো ব্যাটারের প্রয়োজন রয়েছে। কিন্তু রবিবার ভারতের প্রথম একাদশে রিঙ্কুর নাম পাওয়া গেল না। বরং রুতুরাজ, শ্রেয়স, সঞ্জুর উপরেই ভরসা দেখালেন অধিনায়ক। টস জিতে এই ম্যাচে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।
আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে হার ভারতীয় ক্রিকেটকে থামিয়ে দিতে পারেনি। বরং ঘরের মাঠ থেকে ক্রিকেটের ছোট ফরম্যাটে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। বিশ্বকাপের পর আজই প্রথম ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজেও পরীক্ষার পথেই হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড।
তাই জোহান্সেবার্গে ম্যাচ শুরুর আগে অধিনায়ক লোকেশ রাহুল জানালেন, ঠিক যেভাবে ক্রিকেট খেলে ভারত, এই সিরিজেও ঠিক সেই খেলাটাই খেলবেন তাঁরা। বিরাট-রোহিতের না থাকা, খুব একটা ফারাক গড়বে না বলেও দাবি লোকেশের। কারণ, তরুণদের দেখা নেওয়ার এটাই সেরা সুযোগ বলছেন ভারত অধিনায়ক।