রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিষেকের ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করলেন বিহারের (Bihar) এক ব্যাটসম্যান!
ঘরোয়া ক্রিকেটে তো বটেই, বিশ্বেও প্রথম শ্রেণির ক্রিকেটে এমন নজির নেই! কার্যত বিরল বিশ্বরেকর্ড গড়লেন শাকিব উল গনি (Sakibul Gani) নামে ওই ব্যাটার।
কলকাতার মাটিতে রঞ্জি ট্রফিতে তাঁর অভিষেক ম্যাচেই শাকিব ৪০৫ বলে করে ফেলেছেন ৩৪১ রান। অবিশ্বাস্য কৃতিত্বের অধিকারী এখন তিনি।
রঞ্জি ট্রফিতে প্লেট গ্রুপে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মিজোরামের মুখোমুখি হয়েছে বিহার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মিজোরামের বিরুদ্ধে ৬৮৬/৫ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে বিহার। সেই ইনিংসে শাকিব-উল একাই করেছেন ৩৪১ রান।
আরও পড়ুন: BCCI: এশিয়ান গেমস ক্রিকেটে দল পাঠানো নিয়ে নিশ্চিত নয় বিসিসিআই
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৫৬টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন শাকিব-উল। মোট ৫১২ মিনিট ব্যাট করেছেন.তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের খবর পেয়ে দৌড়ে মাঠে চলে আসেন সিনিয়র দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের জন্য তিনি কলকাতায় রয়েছেন।