তেতাল্লিশে পা দিয়েছেন বাইশ গজের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। কেক কেটে ইতিমধ্যেই জন্মদিন সেলিব্রেট করেছেন মাহি। এই বিশেষ দিনে মাহির সঙ্গে দেখা গেল বলিউডের ভাইজান সলমন খানকে। তাঁর উপস্থিতিতেই কেট কাটলেন মাহি। খাইয়ে দিলেন ভাইজানকে। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, 'ক্যাপ্টেন কুলে'র জন্মদিনে মাঝ রাতেই সেলিব্রশনে মেতেছিলেন সলমন। ধোনির থেকে একটু দূরেই দাঁড়িয়েছিলেন তিনি। পাশে ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। ধোনি কেট সাক্ষীকে খাইয়ে দেন প্রথমে। তারপর ভাইজানকেও খাইয়ে দেন জন্মদিনের কেক।