কোভিড আক্রান্ত ইংলিশ ক্রিকেটার বেন ফোকস। তাঁর জায়গায় কোভিড সাব স্যাম বিলিংস। ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে মাঠে নামার আগে ১৫ জনের দল ঘোষণা করল ইংল্য়ান্ড। ১ জুলাই থেকে হেডিংলিতে শুরু ভারত ও ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট। এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ এগিয়ে টিম ইন্ডিয়া। সোমবারই ইসিবি ফোকসের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ছিল। এখনও হোটেলের ঘরেই আইসোলেশনে আছেন তিনি।
ঘরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল জেমস অ্যান্ডারসনকে। তাঁকেও ভারতের বিরুদ্ধে দলে রাখা হয়েছে। মনে করা হচ্ছে হেডিংলি টেস্টে প্রথম একাদশেও থাকতে পারেন অ্যান্ডরসন।
১ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট। ক্রিকেট পন্ডিতদের মতে, হেডিংলির এই ম্যাচ হতে চলেছে আক্ষরিক অর্থে ঐতিহাসিক। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পরেই রুটদের দেশে এই সিরিজ খেলতে নেমেছিল বিরাট কোহলির ভারত। এক বছর পর বিরাটের থেকে ব্যাটন এখন রোহিতের হাতে। উল্টোদিকে রুটের বদলে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই পরিস্থিতিতে সিরিজে ভারত এগিয়ে ২-১ ফলে।