আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ যুদ্ধ। ইতিমধ্যেই দল সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ১মে-এর মধ্যেই দল ঘোষণা করতে হবে। আর এই দলে প্রথম উইকেটরক্ষক কে হবে? ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন নাকি কে এল রাহুল? এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার নভজ্যোত সিং সিধু।
সিধুর প্রথম পছন্দ আইপিএল টেবিলের ফার্স্ট বয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি জানিয়েছেন, 'সঞ্জু স্যামসন, ফর্মে আছেন। দল যদি কঠিন পরিস্থিতিতে পড়ে যেখানে অতিরিক্ত ওপেনার বা চার নম্বর ব্যাটার বা ছয় নম্বরে কাউকে থাকতে হয়, সেক্ষেত্রে কেএল রাহুল আছেন। তবুও স্যামসনকেই পছন্দ করব।' যদিও জানা যাচ্ছে, এই বারের টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থকেই প্রথম উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হবে। লড়াইয়ে রয়েছেন কে এল রাহুলও।
আরও পড়ুন - মাত্র ৮ রান করেই, কোহলিকে টপকে গেলেন রোহিত! দিল্লির বিরুদ্ধে নয়া রেকর্ড হিটম্যানের