রো-কো জুটিকে বাইরে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজালে ভুল করবে ভারত। আগে থেকেই এবার অজিত আগারকরদের সতর্ক করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকর। তাঁর মতে, এখনও সেই সময় আসেনি, যেখানে টিম ইন্ডিয়া বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাইরে রেখে দল তৈরি করতে পারে।
বছর ঘুরলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে একটি বিশ্বকাপ খেলার পর আরও একটি বিশ্বকাপে খেলতে নামবে ভারত। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দল তৈরি নিয়ে নানা বিশ্লেষণ। তা নিয়ে সঞ্জয় মঞ্জেরেকরের বিশ্লেষণ, এখনও যা অবস্থা তাতে রোহিত-বিরাটের ব্যাট এগিয়ে যে কোনও এই প্রজন্মের ক্রিকেটারদের থেকে।
শুধু ব্যাটার রোহিত নন, অধিনায়ক রোহিতকে বাদ দেওয়া এখন কোনও জায়গা নেই বলেও দাবি ভারতের প্রাক্তন ক্রিকেটারের। সঞ্জয়ের মতো, এটা ঠিক হার্দিক একজন সেরা অলরাউন্ডার। কিন্তু রোহিত তাঁর থেকে অনেক ভাল অধিনায়ক। যার প্রমাণ ভারতের সদ্য শেষ হওয়া বিশ্বকাপের অভিযান।