ধর্মশালার টেস্ট জয়ের আগে খেলা চলাকালীনই ইংল্যান্ডের ক্রিকেটারকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন ভারতের তরুণ ক্রিকেটার সরফরাজ খান।
ভারতের জয় তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু ৯ উইকেট হারিয়ে তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার শোয়েব বসির। পঞ্চম টেস্টে দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সেই সময়ে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। ভারতের জয় নিশ্চিত হলেও, চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের বসির। সেই সময় ইংল্যান্ডের ক্রিকেটার যাতে আর রক্ষণাত্মক না খেলেন সেই চেষ্টাই করতে দেখা যায় সরফরাজকে।
আরও পড়ুন - ২৫-এ আইপিএলের মেগা নিলাম, জানালেন আইপিএলের চেয়ারম্যান
তিনি বলেন, 'তাড়াতাড়ি মেরে খেলা শেষ করো। তা হলে আমরা পাহাড়ের বরফ দেখতে যেতে পারব।' সারফারাজের কথা শোনা গিয়েছে স্ট্যাম্প মাইক্রোফোনে। যদিও কথাটি বন্ধুত্বপূর্ণ হলেও আসলে যে সরফরাজ জয়ের জন্য অপেক্ষা করতে পারছিলেন না তা আর বলার অপেক্ষা রাখে না।