ইডেনে তৃতীয় দিন জ্বলে উঠল বাংলা। রঞ্জি ট্রফির ফাইনালে মুকেশ-আকাশদীপ ও ইশান পোড়েলের বোলিং আক্রমণে ৪০৪ রানেই শেষ হয়ে গেল সৌরাষ্ট্রের ইনিংস। প্রথম ইনিংসে ২৩০ রানের লিড নিল তারা। অভিমূন্য ঈশ্বরণ ক্যাচ না মিস করলে আরও আগে শেষ হতে পারত সৌরাষ্ট্রের ইনিংস।
শনিবার সকালে পাঁচ উইকেট নিয়ে মাঠে নেমেছিল সৌরাষ্ট্র। প্রথম ওভারেই অর্পিত বাসবেদার উইকেট তুলে নেন মুকেশ কুমার। ফেরান আরও এক সেট ব্যাটসম্যান চিরাগ জানিকে। এরপরই ফর্মে ফেরেন আকাশদীপ সিংও। তিনিও দুটি উইকেট তুলে নেন। শেষ উইকেট তুলে নেন ইশান পোড়েল।
আরও পড়ুন: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলা, লড়ছেন অধিনায়ক মনোজ ও অনুষ্টুপ
প্রথম ইনিংসে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার। তিনটি করে উইকেট আকাশদীপ সিং ও ইশান পোড়েলের।