চা বিরতির পর খেলা শুরু হতে হতেই অনেকটা সময় পেরিয়ে গেল। কম আলোর জন্য প্রথমে খেলা শুরু করতে চাইছিলেন না আম্পায়াররা। তবে শেষপর্যন্ত খেলা শুরু হয়। সৌরাষ্ট্রের(Saurastra in Ranji Trophy Final 2023) তরফে শেল্ডন জ্যাকসন ও অর্পিত বাসদেবার বড় রানের পার্টনারশিপই পার্থক্য গড়ে দেয়। ৫৯ রান করে শেলডন ফিরে গেলেও এখনও ক্রিজ রয়েছেন অর্পিত বাসদেবা। তাঁদের দুরন্ত পার্টনারশিপেই অনেকটা পিছিয়ে পড়েছে বাংলা(Ranji Trophy Final 2023)।
বাংলার হয়ে দুটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও ইশান পোড়েল। দ্বিতীয় দিনে উইকেট পাননি আকাশদীপ সিং। কিন্তু খারাপ আবহাওয়া বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মনোজ তিওয়ারিদের(Manoj Tiwari) জন্য। শনিবার সকালেও যদি মেঘলা আকাশ থাকে, তবে চাপ বাড়বে বাংলার2(Bengal in Ranji Trophy Final 2023)। ২০১৯-২০ মরশুমেও ফাইনালে ওঠে এই দুই দল। সেবারও ফাইনাল থেকে শূন্যহাতেই ফিরতে হয়েছিল মনোজদের।
আরও পড়ুন- BCCI Selection Committee: পদত্যাগ করেছেন চেতন শর্মা, পরিবর্তে দায়িত্ব সামলাবেন শিবসুন্দর