বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র (Ranji Trophy Champion Sourashtra)। পাঁচ উইকেট জয়দেব উনাদকড়ের। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রানের লিড দিল টিম বেঙ্গল। রবিবার মধ্যাহ্নভোজের আগেই তা তুলে নেয় সৌরাষ্ট্র।
রবিবার সকালে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে ফেরেন শাহবাজ আহমেদ। এরপরই খেলা ঘুরে গেল। ২৭ রানে ফেরেন শাহবাজ। এরপরই উনাদকড়ের ডেলিভারিতে ৬৮ রান করে ফিরলেন মনোজ তিওয়ারিও। ক্রিজে আসেন অভিষেক পোড়েল। চেতন সাকারিয়ার ডেলিভারিতে মাত্র ৩ রানে ফেরেন তিনি। উনাদকড়ের ডেলিভারিতে ফেরেন আকাশদীপ সিংও। চেতন সাকারিয়া ফেরান আকাশ ঘাতককে। এরপরই শেষ হয়ে যায় বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন।
আরও পড়ুন: ৭ উইকেট রবীন্দ্র জাদেজার, অলআউট অস্ট্রেলিয়া, জয়ের জন্য রোহিতদের লাগবে ১১৪
ফাইনালের আগে যতটা আত্মবিশ্বাসী দেখিয়েছিল, তা যেন কোথাও হারিয়ে গেল সৌরাষ্ট্রের বিরুদ্ধে। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলা। জবাবে ৪০৪ রান তোলে সৌরাষ্ট্র। ৪ উইকেট নেন বাংলার বোলার মুকেশ কুমার। ৩টি করে উইকেট পান ইশান পোড়েল ও আকাশদীপ সিং। তৃতীয় দিন ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ফেলে বাংলা। অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি বড় রান করলেও তা যথেষ্ট ছিল না। একাই ৫ উইকেট তুলে নেন মনোজ। ৩ উইকেট পান চেতন সাকারিয়া।