আগামী ৩ অক্টোবর বাংলাদেশে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে আগামী ২০ অক্টোবর। ইতিমধ্যেই রবিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে।
গ্রুপ- 'এ'-তে আছে ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী, গ্রুপ এ লিগের সব ম্যাচ খেলা হবে সিলেটে। ভারত প্রথম ম্যাচ খেলবে ৪ অক্টোবর। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ভারত প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হবে ৬ অক্টোবর।
আরও পড়ুন - হারের পর কি কোচ থাকবেন হাবাস? কী জানালেন সবুজ-মেরুন কোচ?
সিলেটেই হবে প্রথম সেমিফাইনাল। আর দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে ঢাকায়। আর মহিলা বিশ্বকাপের গ্রুপ 'বি'-তে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ।