ভারত-পাকিস্তানের (India-Pakistan) ম্যাচ নিয়ে চিরকালই তুঙ্গে থাকে উত্তেজনা। কিন্তু এশিয়া কাপের- (Asia Cup) গত রবিবারের ম্যাচ নিয়ে উত্তেজনা থাকলেও সেই উত্তেজনার সিকি ভাগও দেখা যায়নি প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে। ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচেও অর্ধেক আসন ফাঁকা পড়েছিল। এই রবিবারও একই ছবি দেখা গেল। আর যা নিয়ে কার্যত অস্বস্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
কিন্তু কেন ভারত পাক ম্যাচের গ্যালারি ফাঁকা থাকছে?
আসলে এই ঘটনার জন্য দায়ি করা হচ্ছে কলম্বোর আবহাওয়াকে। কারণ এশিয়া কাপের শুরু থেকেই প্রবল বৃষ্টি চলছে শ্রীলঙ্কায়। যার ফলে গত রবিবার অর্থাৎ ভারত-পাকিস্তানের ম্যাচেও প্রবল বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন - কিংস কাপে ব্রোঞ্জ জয়ও হল না, লেবাননের বিরুদ্ধে হার টিম ইন্ডিয়ার
যার জেরে মাঝ পথে বন্ধ হয়ে যায় খেলা। প্রথম ম্যাচে ৩৫ হাজার আসনের মধ্যে মাত্র ২০ হাজার দর্শক টিকিট কেটেছিলেন। আর বাকি ১৫ হাজার আসন ফাঁকাই পড়েছিল। এই রবিবারেও একই ছবি দেখা গেল প্রেমাদাসা স্টেডিয়ামে।