ভারতের মাটিতে বিশ্বকাপে ব্যর্থতা। পাকিস্তান ক্রিকেটে বড় রদবদল হতে পারে। পিসিবি ও পাকিস্তান দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। দায়িত্ব নিতে পারেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। তালিকায় আছেন ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদি, আকিব জাভেদ, ইউনিস খানের মতো প্রাক্তন ক্রিকেটার।
ভারতের মাটিতে ভাল ফলের আশা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বাবর আজমরা। কিন্তু লিগ পর্বে ৯টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার। সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় তাঁদের। প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি বাবররা। সেই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতাকে লক্ষ্য রেখেই পরিবর্তন করতে চায় পাক টিম ম্যানেজমেন্ট।
আগামী নভেম্বরেই জাকা আশরফের নেতৃত্বাধীন ১২ সদস্যের কমিটির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর মাসে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কাজ চালানোর নির্দেশ দিয়েছে সরকার। প্রধান নির্বাচক ডিরেক্টর অফ ক্রিকেট পদে নতুন মুখ আসতে পারে। জাতীয় দলের কোচিংয়েও আসতে পারেন প্রাক্তনরা।