রঞ্জি ট্রফির (Ranji Trophy) নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমে অস্বস্তিতে বাংলা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত থাকলেও ঘরের মাঠে (Eden) একের পর এক ধাক্কা মনোজদের।
ওড়িশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউটের মহড়া সেরে নিতে চেয়েছিল বাংলা। কিন্তু প্রথম দিন ইডেনের মাঠে পিচ ভিজে থাকায় সমস্যায় পড়তে হয়। খেলা শুরু হয় ৪ ঘন্টা দেরীতে। মাত্র ৩৫ ওভার খেলা হয়।
আরও পড়ুন - মেয়েদের আইপিএলে নেই কলকাতা, ১২৮৯ কোটি টাকায় সবচেয়ে দামী দল কিনল আদানী
দ্বিতীয় দিনে ওড়িশাকে ২৬৫ রানে অল আউট করলেও চোট সমস্যায় নাজেহাল বাংলা। এদিনের খেলায় একের পর এক চোট আসে। নিতে হয়েছে কনকাশন পরিবর্ত। যা কোয়ার্টার ফাইনালের আগে ভাবাচ্ছে দলকে।