বিশ্বজয় তিনি আগেই করেছেন। এবার বাইশ গজের পাশাপাশি বোর্ড পরীক্ষায়ও ভাল ফল করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মহিলা দলের অধিনায়ক শেফালি ভর্মা।
২০২৩ সালের শুরুতেই ইংল্যান্ডকে হারিয়ে ঘরে বিশ্বকাপ এনেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। দেশে ফিরেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন দলের অধিনায়ক শেফালি। খেলার পর সেরকম সময় পাননি। ফলে নামমাত্র প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসেছিলেন তিনি। আর তাতেই বাজিমাত। ৮০ শতাংশেরও বেশি নম্বর পেয়েছেন তিনি। ফল দেখে বেশ উচ্ছ্বসিত তিনি।