মাঠে নেমে ঝড় তুললেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (Pak pacer Shaheen Afridi)। যা রীতিমতো ভারতের (India ) জন্য সতর্কবার্তা। চোট সারিয়ে দ্য হান্ড্রেড লিগে ওয়েলশ ফায়ার টিমের হয়ে খেলতে নেমেই দুই বলে পর পর দুটি উইকেট নেন তিনি। যদিও পরের আট বলে মোট ২৪ রান দেন। তবে, শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেন তাঁর দল।
এদিন ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে মাঠে নামে ওয়েলশ ফায়ার। প্রথম দুটি বলেই দুই ব্যাটসম্যানকে এলবিডব্লিউ আউট করেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলে মাঠের বাইরে পাঠিয়ে দেন ফিলিপ সল্টকে আর তার পরের বলেই লরি ইভান্সকে সাজঘরে ফিরিয়ে দেন পাক বোলার শাহিন।
আরও পড়ুন - ফুটবলকে বিদায় জানালেন বুফন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলারের