এর আগেও মেজাজ হারিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও সতীর্থকে আক্রমণ, কখনও ব্যক্তিগত জীবনের জটিলতা। এবার সমর্থককে মারধর করে বিতর্কে শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
মাঠে শাকিব সেরা অলরাউন্ডার। গত ৯ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ জিতে নজির গড়ে বাংলাদেশ। এরপরই একটি বিজ্ঞাপনী প্রচারে যান শাকিব। একটি সংবাদমাধ্যমের খবর, ভিড়ের মধ্যে একজন শাকিবের টুপি নেওয়ার চেষ্টা করেন। তাতেই রেগে যান শাকিব। ভিডিয়োতে দেখা যায়, সেই টুপি নিয়েই শাকিব সমর্থককে মারধর করেন।
আরও পড়ুন: ৩৫ রানে ফিরলেন রোহিত শর্মা, হাফসেঞ্চুরি শুভমান গিলের
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান শাকিব। ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগেও আম্পায়ারের সঙ্গে ঝামেলা করে উইকেট ফেলে দেন তিনি। এবার নেটদুনিয়ায় ভাইরাল শাকিবের এই ভিডিয়ো।