Shakib Al Hasan: আঙুলে চোট, কানপুর টেস্টে অনিশ্চিত সাকিব আল হাসান

Updated : Sep 24, 2024 07:33
|
Editorji News Desk

প্রথম টেস্টে আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাই ভারতের বিরুদ্ধে কানপুরে অনিশ্চিত বাংলাদেশ তারকা। বাংলাদেশ বোর্ড সূত্রে খবর, চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলে তবেই সাকিবকে মাঠে নামানো হবে। 

প্রথম টেস্টে ভাল পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান। প্রথম টেস্টে বুমরার বলে চোট পান সাকিব। আঙুল থেকে রক্ত পড়ে। মাঠেই প্রাথমিক চিকিৎসকা হয়। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, সাকিবের আঙুলের চোট গুরুতব। তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আসেনি। আদৌ দ্বিতীয় টেস্টে তিনি নামতে পারবেন কিনা, তাও বোঝা যাচ্ছে না। 
 
সোমবার একটি বিবৃতি জারি করে বাংলাদেশের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানান, মঙ্গলবার কানপুরে যাচ্ছে টিম। কানপুরে দুটো সেশন করবে টিম। এরপরই বোঝা যাবে সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কিনা। দুদিন ফিজিয়োর পর্যবেক্ষণে থাকবেন সাকিব। দলের সঙ্গে অনুশীলনও করবেন। শুক্রবার টেস্ট শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হবে, সাকিবকে প্রথম একাদশে রাখা হবে কিনা। 

উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলেন সাকিব। ভারত সফরের প্রস্তুতি নিতে কাউন্টি ক্রিকেট খেলতে চলে যান তিনি। কিন্তু চেন্নাই টেস্ট চূড়ান্ত ব্যর্থ হন তিনি।  দুই ইনিংসে মাত্র ৫৭ রান করেন তিনি। ২১ ওভার বল করেন। ১২৯ রান খরচ করেন সাকিব।

Shakib Al Hasan

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ