প্রথম টেস্টে আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাই ভারতের বিরুদ্ধে কানপুরে অনিশ্চিত বাংলাদেশ তারকা। বাংলাদেশ বোর্ড সূত্রে খবর, চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলে তবেই সাকিবকে মাঠে নামানো হবে।
প্রথম টেস্টে ভাল পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান। প্রথম টেস্টে বুমরার বলে চোট পান সাকিব। আঙুল থেকে রক্ত পড়ে। মাঠেই প্রাথমিক চিকিৎসকা হয়। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, সাকিবের আঙুলের চোট গুরুতব। তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আসেনি। আদৌ দ্বিতীয় টেস্টে তিনি নামতে পারবেন কিনা, তাও বোঝা যাচ্ছে না।
সোমবার একটি বিবৃতি জারি করে বাংলাদেশের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানান, মঙ্গলবার কানপুরে যাচ্ছে টিম। কানপুরে দুটো সেশন করবে টিম। এরপরই বোঝা যাবে সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কিনা। দুদিন ফিজিয়োর পর্যবেক্ষণে থাকবেন সাকিব। দলের সঙ্গে অনুশীলনও করবেন। শুক্রবার টেস্ট শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হবে, সাকিবকে প্রথম একাদশে রাখা হবে কিনা।
উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলেন সাকিব। ভারত সফরের প্রস্তুতি নিতে কাউন্টি ক্রিকেট খেলতে চলে যান তিনি। কিন্তু চেন্নাই টেস্ট চূড়ান্ত ব্যর্থ হন তিনি। দুই ইনিংসে মাত্র ৫৭ রান করেন তিনি। ২১ ওভার বল করেন। ১২৯ রান খরচ করেন সাকিব।