বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়া আসেনি। বুধবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে এই মন্তব্য করে সবাইকে চমকে দিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। একইসঙ্গে এই ম্য়াচে এগিয়ে রাখলেন রোহিত শর্মার ভারতকেই। কিন্তু হঠাৎ করে শাকিবের এই চমক কেন। কারণ, হিসাব বলছে, এই ম্য়াচে যে জিতবে, তারাই সেমিফাইনালে ওঠার পথে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হতে পারেন। ভারত ও বাংলাদেশ পয়েন্ট তালিকায় এখন একই জায়গা দাঁড়িয়ে। তবে রান রেটে এগিয়ে ভারত।
অ্যাডিলেডে ম্য়াচ শুরুর আগে মঙ্গলবার শাকিব জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ জয়ের অন্য়তম দাবিদার ভারত। তাঁদের বিশ্বকাপজয়ী হিসেবে কেউ ধরছেই না। তাই বুধবার তাঁরা ভারতকে হারিয়ে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটানোর এখন প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ অধিনায়কের দাবি, বুধবার ভারতকে হারাতে পারলেই তাঁরা অনেকটা এগিয়ে যেতে পারেন।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে ভারত। গত তিন বছরে কোনও টি-টোয়েন্টি খেলেনি দু দেশ। এমনকী এশিয়া কাপের সুপার ফোরেও উঠতে পারেনি বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে সূর্য কুমার যাদবের প্রশংসা করেন শাকিব। তাঁর মতে, এই সময়ে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যই সেরা ব্য়াটার বলে মনে করছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান।