মাত্র ৫২ বছর বয়সে আচমকা প্রয়াত হলেন ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne)। বিনা মেঘে বজ্রপাতের মতো এই সংবাদে কার্যত বিহ্বল ক্রিকেট বিশ্ব।
সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার শেন ওয়ার্ন। ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ ডেলিভারিটি তাঁর হাত থেকেই বেরিয়েছিল। অসংখ্য স্মৃতি যে বর্ণময় চরিত্রটিকে ঘিরে আচমকা হৃদরোগে তাঁর চিরবিদায় মেনে নিতে পারছেন না কেউই।
মাঠের মতো মাঠের বাইরেও রঙিন জীবন ছিল ওয়ার্নির। মাত্র ১২ ঘণ্টা আগেও রড মার্শের প্রয়াণের খবর পেয়ে টুইট করেছিলেন স্তব্ধ শেন। তখন কে জানত মাত্র কয়েক ঘণ্টা পরেই ক্রিকেট হারাবে তার অন্যতম শ্রেষ্ঠ এক প্রতিভাকে!
আরও পড়ুন : India vs Sri Lanka: মোহালি টেস্টের প্রথম দিনই বড় রান ভারতের, বিরাটের শততম টেস্টে পন্থের বড় ইনিংস
সম্প্রতি থাইল্যান্ডে (Thailand) ছিলেন শেন ওয়ার্ন। সেখানেই আচমকা হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি।
ওয়ার্নের সঙ্গে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ডুয়েল নয়ের দশকের ভারতবাসীর মনে চির উজ্জ্বল হয়ে থাকবে। ছোট্ট রান আপ, ম্যাজিকের মতো ডেলিভারি স্টাইলিশ চুলের এই ম্যাজিশিয়ানের মৃত্যুতে অনেকখানি রংহীন হল ক্রিকেট দুনিয়া।